খবরের সময় ডেস্ক
মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে গাজীপুরকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। র্যাব এসকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।
গতকাল ২৪ আগস্ট ২০২০ তারিখ অনুমান ০৯.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, বি-বাড়িয়া হতে গাঁজার একটি বড় চালান গাজীপুর জেলার কাপাসিয়ার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, জি, বিএন এর নের্তৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বড়টেক সাকিনস্থ জনৈক কাজল সরকারের বাড়ির সামনে বড়টেক পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ লোকমান মিয়া(৩৮), পিতা-মৃত আবু শামা, মাতা-মোসাঃ বেগম, সাং-বাটপাড়া, থানা-সদর, জেলা-বি বাড়িয়া, ২। মোঃ মমিন মিয়া(২৮), পিতা-মৃত জিতু মিয়া, মাতা-মৃত আউলিয়া বেগম, সাং-বাটপাড়া, থানা-সদর, জেলা-বি বাড়িয়া, ৩। মোঃ নজরুল ইসলাম(৩২), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-মোসাঃ সামসুন্নাহার, সাং-শাহেরচর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, দের’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ২৪(চব্বিশ) কেজি গাঁজা, ০১(এক) টি সিএনজি, নগদ ৪,২০০(চার হাজার দুইশত) টাকা এবং ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করিয়া উক্ত সিএনজি যোগে গাজীপুরের বিভিন্নস্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারার অপরাধ করিয়াছে।